নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব সংবিধানের ভেতর থেকেই লিখিতভাবে তুলে ধরবে ঐক্যফ্রন্ট। 

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫১ এএম, ৩১ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে সংলাপে বসতে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন।

সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার জন্য তার দ্বার সর্বদা উন্মুক্ত উল্লেখ করে ১ নভেম্বর সন্ধ্যা সাতটায় গণভবনে সংলাপের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। চিঠিটি পৌঁছে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ড. আবদুল সোবহান গোলাপ।

সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন এবং আওয়ামীলীগের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, প্রতীক্ষিত এই সংলাপ ফলপ্রসূ হওয়া নিয়ে সংশয় থাকলেও ইতিবাচক মানসিকতা নিয়েই সরকারপ্রধানের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেবে ঐক্যফ্রন্ট। সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্ট যে সাত দফা ঘোষণা করেছে, সেই সাত দফাই হবে আলোচনার মূল ভিত্তি। এর মধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব সংবিধানের ভেতর থেকেই লিখিতভাবে তুলে ধরবে ঐক্যফ্রন্ট।

প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণ পাওয়ার পর দফায় দফায় বৈঠক করে ঐক্যফ্রন্ট। বৈঠকে  ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল  অংশ নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

রাতেই ধানমণ্ডির প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে নামের তালিকা পৌঁছে দেয়া হয়। গণফোরাম নেতা অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক এ তালিকা পৌঁছে দেন।

তালিকা অনুযায়ী সংলাপে প্রধান শরিক দল বিএনপির পক্ষে পাঁচজন অংশ নেবেন। তারা হলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার এবং মির্জা আব্বাস, জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষে সংলাপে প্রতিনিধিত্ব করবেন তিনজন।

তারা হলেন- দলটির সভাপতি আসম আবদুর রব, সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। গণফোরামের নেতাদের মধ্যে থাকবেন দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

নাগরিক ঐক্যের পক্ষে থাকবেন দলটির উপদেষ্টা এসএম আকরাম ও আহবায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় ঐক্যপ্রক্রিয়ার প্রতিনিধিত্ব করবেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও আ ব ম মোস্তফা আমিন। এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও অংশ নেবেন সংলাপে।

এদিকে দুই পক্ষ আনুষ্ঠানিক সংলাপে বসায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।

এর মধ্য দিয়ে রাজনীতিতে সুবাতাস বইবে বলে মনে করছেন সবাই। দীর্ঘদিনের বৈরিতা ভুলে দুই পক্ষ এক টেবিলে বসার মধ্য দিয়ে সবকিছু সমাধান হয়ে যাবে বলে মনে করছেন তারা।

 

আপনার মতামত লিখুন :