নির্বাচন নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা আশ্বাস দিতে চাই নাঃ ওবায়দুল কাদের
স্টাফ রির্পোটারঃ>>>>>>>
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হোক সেটি আওয়ামী লীগ চায়-জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমরা ফাঁকা বুলি মারতে চাই না। আমরা মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা আশ্বাস দিতে চাই না। কারণ দলের দায়িত্বশীল পদে থেকে এখন একটা কথা বললাম আর ২৫/২৬ দিন পরে সেটা রক্ষা করতে পারলাম না সেটা চাই না। আমরাতো দেশ ছেড়ে যাব না, আমাদের এদেশেই থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা একতরফা নির্বাচন চাই না। বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকার থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার সেটা আমরা করে যাব। আশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়নপত্র বাতিল আইনি ও নির্বাচন কমিশনের বিষয়। এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই।’
তিনি বলেন, ‘গতবার বিএনপি ভোটে না এসে যে অবস্থা তৈরি হয়েছিল, আশা করি সেটি এবার হবে না। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হোক-এটি আমরা চাই না।’
‘আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আমার একটি দায়িত্ব আছে। এখন এক কথা বলব, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে, তখন কি হবে। আমরা এক কথায় বিশ্বাসী’- যোগ করেন তিনি।



