আফরোজা আব্বাসের প্রচারণায় ছাত্রলীগের হামলা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

ঢাকা:>>>

আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের ওপর হামলার অভিযোগ ওঠেছে।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সবুজবাগের বৌদ্ধ মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো সময় এ হামলা চালানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারের অভিযোগ, ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।

তবে এ বিষয়ে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আফরোজা আব্বাসের মোবাইল নম্বরে বারবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

যোগাযোগ করা হলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, আমাদের এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন :