বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার নিয়ে যা বললেন ব্যরিস্টার মওদুদ

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>>

সারা দেশের কোথাও নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন চালানো হচ্ছে। প্রচারে বাধা দেয়া হচ্ছে।

তিনি বলেন, যতই নির্যাতন করুক না কেন, মাঠ ছাড়ব না। আমরা শেষ দিন পর্যন্ত মাঠে থাকব। নির্বাচন করব। গণতন্ত্র পুনরুদ্ধার করব।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এ জেষ্ঠ নেতা বলেন, সারা দেশের কোথাও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সর্বত্র নন-লেভেল ফিল্ড বিরাজমান। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলব-দ্রুত সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মণি প্রমুখ।

আপনার মতামত লিখুন :