অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে গেছে বিএনপি প্রতিনিধিদল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>

নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেয়ার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) গেছে বিএনপি প্রতিনিধিদল।

বুধবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন সচিবালয়ে গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, খালেদা জিয়ার উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম।

গত ১০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেয়ার ঘটনা ঘটছে।

বিএনপির অভিযোগ-সরকারদলীয় লোকজন তাদের প্রচারণায় হামলা ও বাধা দিয়ে আসছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে-বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই এসব ঘটনা ঘটছে।

আপনার মতামত লিখুন :