আ’লীগ ভোট চুরি করতে পারে, কেন্দ্র পাহারা দিন: ফখরুল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

  ঠাকুরগাঁও প্রতিনিধি:>>>

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরি করতে পারে, তাই বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে পাহারায় থাকতে হবে জনগণকে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের ফ্রি ভাতা দেয়া হবে। দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও দুনীতি প্রতিরোধে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা, মাতৃহগাঁও, মোহাম্মদপুর, নারগুণ, ছোট খোঁচাবাড়ি, খেরশাডাঙ্গী, কাজিপাড়ায় গণসংযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুণ ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, আল মামুন প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।

আপনার মতামত লিখুন :