ঐক্যজোট কর্মী সমর্থকরা হামলা মামলায় আক্রান্ত,নির্বাচনী প্রচারে বাধা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে লেবেল প্লেয়িং ফিল্ড তো দুরের কথা একের পর এক হামলা-মামলায় আক্রান্ত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট নেতৃবৃন্দ। এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. শহিদুল আলম বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, সকালে কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের হামলায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
এরপর দুপুরে আশাশুনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসকে বিনা কারনে সাতক্ষীরা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তার প্রচার মাইক ভাংচুর, প্রচার মাইক ছিনতাই ও ধানের শীষর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেন তিনি। এছাড়াও সাতক্ষীরার বাকী তিনটি সংসদীয় আসনেও জামায়াত-বিএনপি’র প্রার্থীদের নির্বাচনী প্রচোরনায় বাধা, পোস্টার ছিনতাই ও পুলিশী তল্লাশীর খবর পাওয়া গেছে।



