আশা শুনি’র বিএনপির নেতা রুহুল কুদ্দুসসহ ৫৬ জন গ্রেফতার
শেখ আমিনুর হোসেন:>>>
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আশাশুনি উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন,কলারায়া থানা থেকে ৬ জন,তালা থানা থেকে ৮ জন,কালিগঞ্জ থানা থেকে ৯ জন,শ্যামনগর থানা থেকে ৫ জন,আশাশুনি থানা থেকে ৮ জন,দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।



