ভোটের দিন মাঠে থাকার ঘোষণা ছাত্রদলের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনে রবিবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি সব পর্যায়ের নেতাকর্মীদের ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের ভোটের দিন সকালে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানিয়ে বিবৃতিতে তারা বলেন, ‘আওয়ামী নেতাকর্মীরা ভোট কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করলে সংশ্লিষ্ট প্রশাসন ও সেনাবাহিনীকে অবহিত করে কেন্দ্রের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে।’

আপনার মতামত লিখুন :