ঐক্যফ্রন্টের ২ প্রার্থীর শপথের বিষয়ে যা বললো বিএনপি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের দল গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যের শপথে নেয়ার বিষয়ে  কিছু জানেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএপির  কেন্দ্রীয় কার্যালয়ে  সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে ড. কামাল হোসেনের দল গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বি খান শপথ নিচ্ছেন। শপথ নেয়ার বিষয়টি গণমাধ্যমকেই তারা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে রিজভী বলে, ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ করবে কি না, এমন তথ্য আমার কাছে নেই। তবে এখনো বিএনপি ও ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে। যেকোনো বিষয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

৩০ ডিসেম্বরের ভোটে নির্বাচিতরা শপথ না নেয়ার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ আছেন বলেও জানান বিএনপির এ নেতা।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

নির্বাচনে শোচনীয়ভাবে হেরেছে প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

তারা মাত্র আটটি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থীরা জিতেছেন ছয়টি আসনে আর গণফোরাম জিতেছে দুটি আসনে।

এর মধ্যে ঢাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসন এবং সিলেট-২ আসন থেকে মোকাব্বির খান ধানের শীষ প্রতীকে ভোট করে জিতেছেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন। তারা সংসদে না যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

আপনার মতামত লিখুন :