গণতন্ত্রের সংজ্ঞা জানেন না মির্জা ফখরুল : হানিফ

নিজস্ব প্রতিবেদক :>>> গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’ মির্জা ফখরুলের দেয়া এই বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের সংজ্ঞা জানেন না।
রবিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, মির্জা ফখরুল গণতন্ত্রের সংজ্ঞা জানেন না। রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিলো। এটার নাম কি গণতন্ত্র ছিল!
তিনি বলেন, বিএনপি ক্ষমতার বাইরে থেকেও ৯০দিন পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছিলো। এটার নাম গণতন্ত্র হতে পারে না।