গণতন্ত্রের সংজ্ঞা জানেন না মির্জা ফখরুল : হানিফ

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৯ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক :>>> গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’ মির্জা ফখরুলের দেয়া এই বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের সংজ্ঞা জানেন না।

রবিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, মির্জা ফখরুল গণতন্ত্রের সংজ্ঞা জানেন না। রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিলো। এটার নাম কি গণতন্ত্র ছিল!

তিনি বলেন, বিএনপি ক্ষমতার বাইরে থেকেও ৯০দিন পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছিলো। এটার নাম গণতন্ত্র হতে পারে না।

আপনার মতামত লিখুন :