বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের দুপক্ষে মারামারি

সদস্যপদের বয়সসীমা শিথিল ও ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র দলের নেতাকর্মীদের একাংশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে ছাত্রদলের নিয়মিতরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে দুপুর সোয়া ১২টার দিকে বহিষ্কৃত বয়স্ক ছাত্রদলের নেতাদের নেতৃত্বে প্রায় দুই-তিন শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে নিয়মিতদের ধাওয়া দেয়। এতে তারা বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে।
এ সময় উভয়পক্ষে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া কার্যালয়ের ভেতরে দুটি জানালা ভাঙচুর করা হয়।এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবস্থানের ফলে বিএনপির নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন।
কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জু্য়েল, রাজীব আহসান, আকরামুল হাসানসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং ৩০/৪০ জন কর্মী অবস্থান করছেন।
বেলা ১টায় দিনের কর্মসূচি শেষে বহিষ্কৃত ছাত্রদল নেতা ও সাবেক কমিটি সহসভাপতি ইকতিয়ার কবির সাংবাদিকদের বলেন, “আগামীকাল মানবাধিকার দিবস। বিএনপির পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। আমরা চাই, এই সংকটের সমাধান। বয়সসীমা তুলে নিয়ে নতুনভাবে তফসিল ঘোষণা করা হোক। এজন্য আমরা কালকের কর্মসূচি স্থগিত রাখছি।
“আমরা আশা করব, এর মধ্যে নেতৃবৃন্দ এর সমাধান করবে। নইলে পরের দিন থেকে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য সিন্ডিকেট দায়ী থাকবে।”
কর্মসূচির সমাপ্তির পরপরই দুটি হাতবোমার বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।
জিএসনিউজ/এমএইচএম/এএওয়াই