খোকন চেয়ারম্যান কে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল আওয়ামীলীগ

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১০ পিএম, ১৪ অক্টোবর ২০১৯
বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন দীর্ঘদিন সোনাগাজীর রাজনীতির সাথে জড়িত। ১৯৮৮ সালের ওর্য়াড ছাত্রলীগের সাধারন সম্পাদক দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু ১৯৯০ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের সহ-সভাপতি ও মোঃ আলী শাহীন হলের ভিপি ছিলেন। ১৯৯৩ সালে তাকিয়া বাজার বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ও ১৯৯৬ সালে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরবর্র্তীতে থানা যুবলীগের সদস্য ও বর্তমানে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির মঞ্চ ও সাজ সজ্জা কমিটির যুগ্ম আহব্বায়কের দায়িত্ব অত্যন্ত সুচারু ও সুন্দরভাবে পালন করছেন।

সোনাগাজী উপজেলা আওয়মীলীগ নেতা নুরনবী বলেন, খোকন চেয়ারম্যান অনবর্শী বক্তা, গঠনমূলক রাজনীতি সদা আস্থাভাজন এই ব্যক্তিটি ইতিমধ্যে উন্নয়ন ও সু-বিচারের মধ্যে দিয়ে এলাকার সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছেন, দলীয় সকল মিছিল মিটিং এ উল্ল্যেখ যোগ্য সংখ্যক নেতা-কর্মি নিয়ে অংশ গ্রহন ও দলীয় প্রচার প্রচারনায় অন্যদের ছেয়ে অনেকটাই এগিয়ে তাই তৃনমূল নেতা কর্মিরা তাকে এ সম্মেলনে দলের গুরুপ্তপূর্ন পদে পদায়িত করলে দল আরো সুসংগঠিত ও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। তাই তাকে দলের গুরুপ্তপূর্ন পদে পদায়িত করা হোক বলে তৃণমূলের অনেকেই মত প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :