খালেদা জিয়ার লন্ডন সফরে, নির্বাচন নিয়ে মা-ছেলে সিদ্ধান্ত নিতে পারেন !
জিএস নিউজ ডেস্কঃ>>>>
চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে চলতি মাসের শেষ দিকে লন্ডনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য কমিটির সাবেক সভাপতি মাহিদুর রহমান মঙ্গলবার (৪ জুলাই) এ কথা জানিয়েছেন। দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার এই সফরে আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ, প্রার্থী মনোনয়ন ও দলের সাংগঠনিক বিষয়ে মা-ছেলে সিদ্ধান্ত নিতে পারেন বলে লন্ডন বিএনপির নেতারা ধারণা করছেন।
মাহিদুর রহমান বলেন, ‘চলতি মাসের ১৭ বা ১৮ তারিখে ম্যাডামের লন্ডনে আসার পরিকল্পনা ছিল। কিন্তু ২০ তারিখে একটি মামলার দিন ধার্য থাকায় তার আসার তারিখ পিছিয়েছে। তবে, বড় কোনও ইস্যুর কারণে সিদ্বান্ত না পাল্টালে চলতি মাসের শেষ দিকে ম্যাডাম আসবেন।’
ঢাকায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার লন্ডনের যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে।’
জানা গেছে, লন্ডনে খালেদা জিয়া বেশ কয়েক সপ্তাহ থাকতে পারেন। এখান থেকে তিনি ওমরাহ করে দেশে ফিরবেন।
একটি সূত্র জানায়, মামলার তাড়া না থাকলে অন্তত মাস খানেক লন্ডনে থাকবেন খালেদা। লন্ডনের কিংসস্টনে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন বড় ছেলে তারেক রহমান। লন্ডনে আসলে এখানে বেশিরভাগ সময় কাটান খালেদা জিয়ার। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। গতবারের মতো খালেদার ছোট ছেলের পরিবার লন্ডনে আসার সম্ভাবনা আছে।
এর আগের বার খালেদা জিয়ার লন্ডনে সফরের পরই দলীয় রাজনীতির সংবেদনশীল বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত আসে। এর মধ্যে দলের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ পদে পরিবর্তন আসে। এবারও আগামী নির্বাচন ও দলের অংশগ্রহণ আর প্রার্থিতার প্রশ্নে মা-ছেলে সিদ্বান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনে খালেদা জিয়ার সফরকালে ব্রিটেনে এবার কোনও কূটনৈতিক বৈঠকের পরিকল্পনা আছে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন। তবে তিনি সাধারণত কারও সঙ্গে দেখা দেন না। তবে তার মায়ের লন্ডন সফরকালে তিনি প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়া সঙ্গে বিএনপির একাধিক নেতাও লন্ডনে আসবেন।
এদিকে, চলতি মাসে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি ঘোষণার অপেক্ষায় আছেন নেতাকর্মীরা। খালেদা জিয়া আসার খবরে সে প্রক্রিয়াও পিছিয়ে গেছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, খালেদা জিয়া আসছেন এ মাসে। সফরসূচি চূড়ান্ত হলে তারিখ জানাতে পারবো।



