বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আব্দুল ওয়াদুদের হাতে সিলগালা করা চিঠি তুলে দেন।
এর পরপরই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ অতিরিক্ত সচিবের কাছে তার দলের চিঠি পৌঁছে দেন।
নতুন নির্বাচন কমিশনের জন্য বিএনপি বা আওয়ামী লীগ কাদের নাম প্রস্তাব করেছে- রিজভী বা গোলাপ তা প্রকাশ করেননি।নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলকে মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে পাঁচ জনের নামের প্রস্তাব জমা দিতে বলেছে সার্চ কমিটি।
নতুন ইসিতে একজন নারী সদস্য থাকছে। ফলে সার্চ কমিটিকে নারীদের নামও প্রস্তাবে রাখতে বলেছেন রাষ্ট্রপতি।
আওয়ামী লীগের পক্ষে নামের তালিকা জমা দেন দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৩১ দলের মোটামুটি অর্ধেকের নামের তালিকার চিঠি তাদের হাতে এসেছে। এর মধ্যে চারটি দল চিঠি পাঠিয়েছিল সোমবার।সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টিসহ অধিকাংশ দল নামের প্রস্তাব পাঠাবে বলে জানালেও সিপিবি বলেছে, এভাবে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করলে ওই ব্যক্তিদের নিয়ে বিতর্ক আরও বাড়বে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন ছয় সদস্যের সার্চ কমিটি দলগুলোর কাছে পাওয়া নাম যাচাই বাছাই করে ৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।