নবাবপুর ইউনিয়ন বিএনপি’র উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল

ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩১ পিএম, ২১ মার্চ ২০২৫
Oplus_19005440

ফেনী সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার আমিরাবাদ বি.সি.লাহা স্কুল এন্ড কলেজ মাঠে এক বিশেষ উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোমিন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন সেলিম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুস খান রুবেল এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সহ-সভাপতি সোলায়মান ভুইয়া, ফেনীর বিশিষ্ট ও সমাজ সেবক মোশাররফ হোসেন লিটন।

আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইন পাটোয়ারী, লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আহং কোরাইশী, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন, আলমগীর মেম্বার, শামসুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মোজ্জামেল হোসেন আরিফ, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুদামিয়া, সাধারণ সম্পাদক মোল্লা মাসুদসহ প্রমুখ।
আমিরাবাদ বি,সি লাহা স্কুল এন্ড কলেজ মাঠ

ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের কল্যাণে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

নবাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার জহির উদ্দিন সোহাগ জানান, প্রতি বছরই এই ধরনের উন্মুক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হবে, যাতে সকল শ্রেণির মানুষ একত্রে বসে সম্প্রীতির পরিবেশে ইফতার করতে পারেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন :