ফরিদ উদ্দিন পাটোয়ারী জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৯ পিএম, ০৫ জুলাই ২০২৫
Oplus_16908288

ফরিদ উদ্দিন পাটোয়ারীকে সদ্য ঘোষিত ফেনী জেলা যুবদলের সদস্য নির্বাচিত করায় শনিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটিতে ফরিদ উদ্দিন পাটোয়ারীকে সদস্য নির্বাচিত করায় যুবদল, কৃষকদল সহ অংগ সংগঠনের উদ্যেগে ফেনীতে আনন্দ মিছিল করা হয়েছে।

এসময় ফেনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর নবী ডালিম,জেলা সেচ্চাসেবক দলের সদস্য আবদুল মোতালেব, সদর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন ভূইয়া, পৌর ছাত্রদলের নেতা জুনায়েদ আহমেদ, সৈকত,মিলন, এয়াকুব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। মিছিলটি ফেনী সেন্টাল হাই স্কুল থেকে ফেনী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে ট্রাংক রোডে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন :