বাজারে রোবট ট্যাক্সি আনছে নিশান, যা চলবে চালকবিহীন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>>>

বাজারে স্বয়ংচালিত ট্যাক্সি আনছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। শিগগিরই জাপানের সড়কে চলবে নিশানের আধুনিক এই ট্যাক্সি। জাপানের ডিএনএ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ইজি রাইড রোবট ট্যাক্সি চালু করবে নিশান।

দ্যা ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ মার্চ থেকে জাপানের সড়কে নিশানের এই চালকবিহীন ট্যাক্সি চলবে বলে ধারনা করা হচ্ছে । সেবাটি চালু হলে এটি উবারের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখী হবে বলে ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে।

শুরুতে পরীক্ষামূলকভাবে জাপানের ইয়োকোহা অঙ্গরাজ্যের মিয়ান্তো মিরাই জেলার সড়কে এই ট্যাক্সি চলবে। একটি অ্যাপের মাধ্যমে দেশটির জনগণ নিশানের চালকবিহীন ট্যাক্সি পরিষেবা উপভোগ করতে পারবেন আনায়াশে। যদিও প্রাথমিকভাবে ৪.৫ কিলিমিটারের মধ্যে রোবট ট্যাক্সি সেবা দেবে। নিশান আশা করছে ২০২০ সাল নাগাদ এই সেবা জাপানো পুরোদমে চালু করতে পারবে।

জাপানে ইতোমধ্যে স্বয়ংক্রিয় গাড়ির মাধ্যমে সেবা দিচ্ছে উবার, লিফট, ফোর্ড, জিএম এবং ওয়ামোর মত খ্যাতনামা গাডি প্রতিষ্ঠানগুলো।

আপনার মতামত লিখুন :