চীনের প্রাযুক্তিক উৎকর্ষতায় চিন্তিত যুক্তরাষ্ট্র!

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০০ পিএম, ১৭ মে ২০১৮

তথ্য প্রযুক্তি ডেস্ক:>>>

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যিক আলোচনার তৃতীয় ধাপের বৈঠক ওয়াশিংটনে হতে যাচ্ছে। আগামী মাসে এ ব্যাপারে চুক্তিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

তার আগেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের প্রাযুক্তিক উৎকর্ষতা দেখে বেশ ঈর্ষা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্র ও চীন রপ্তানির ক্ষেত্রে কর বাড়িয়ে দেওয়ার ব্যাপারে একে অপরকে একের পর এক হুমকি দিয়ে আসছে।

এরই মধ্যে মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে চুরি করা প্রযুক্তি দিয়ে চীন নিজেদের প্রযুক্তিগত অগ্রগতি চালিয়ে যাচ্ছে।

ওয়াশিংটন থেকে আলজাজিরার আদ্রিয়ান ব্রাউন জানান, চীনের প্রযুক্তিগত উন্নয়নের বিষয়টি স্বাভাবিকভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নেতিবাচকভাবেই দেখছেন। তারা এটাকে ভয়ও পাচ্ছেন।

আপনার মতামত লিখুন :