স্মার্টফোন ও ট্যাব মেলা শেষ হচ্ছে আজ
জিএস ডেস্ক:>>>
দ্বিতীয় দিনের শেষ বিকালে স্মার্টফোন ও ট্যাব মেলা দর্শকদের আশেপাশে জমজমাট হয়ে গেছে। অত্যাধুনিক প্রযুক্তি, দেশীয় বিদেশী প্রতিষ্ঠানের বিশেষ মূল্য এবং উপহারের ছুটি দিন রাজধানী জমে উঠে এই মেলা।
শুক্রবার সকাল থেকে দর্শনার্থীদের পদচারণ মুখর সেখানে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ছুটি দিন থাকতো বড়দের পাশাপাশি ছোটোখাটো এবং ছাত্রীদের অংশগ্রহণ ছিল দেখাও মেলার আয়োজক এক্সপো মেকার কর্তৃপক্ষ জানায়, বিক্রি হয় সন্তোষজনক শনিবার স্মার্টফোন এবং ট্যাব মেলা শেষ দিন মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
ফোনে স্মার্টফোন কেনার জন্য সজীব মাহমুদ বলেন, প্রথম এবং দ্বিতীয় দিন মেলা আসছে বন্ধুদের সাথে। নিজে কিনেছি এবং কয়েকজনকে কিনে স্মার্টফোন তার মতে, স্মার্টফোন এবং ট্যাব মেলা নতুন কিছু মডেলের স্মার্টফোন এসেছে। দামেও ছাড় আছে, উপহারও মিলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর্থি পায়েল মেলা ঘরে ঘরে ফোন দেখছে। ১০থেকে ১৫ হাজার টাকা তার বাজেট তিনি বলেন, আমার বাজেট যা তার অনেক ফোন আছে আছে। এখন চিন্তা করছি কোন ব্র্যান্ডের ফোন কিনুন।
মেলা বিশ্বজনীন সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেটে পাওয়া যাচ্ছে অংশ নেওয়া আইফোন, স্যামসাং, টেকনো, সিম্ফনি, উই, হুয়াওয়ে, নকিয়া, অপপো, ভিভো, লাভা, উইনম্যাক্স, লেনেভো, ডিটেল, উইমিডিজি, বিজয়সহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডের মেলা বিভিন্ন মডেলের স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইস প্রদর্শন এবং বিক্রিত করছেন। পাওয়া যাচ্ছে মোবাইল এক্সেসরিজ।
স্যামসাং ক্রেতাদের জন্য বিভিন্ন অফার। স্যামসাং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেয়। টেকনো মোবাইল স্মার্টফোন সঙ্গে ক্যাশব্যাক, ছাড় সহ বিভিন্ন অফার দেয়। সিম্ফনির যে কোনও স্মার্টফোন সহ ৫ শতাংশ ছাড়। পাশাপাশি আছে নিশ্চিত উপহার।
অন্তর্ভুক্ত ব্যাকপ্যাক, চাবির রিং, টি-শার্ট ইত্যাদি। মোবাইল ফোন কম দামে ফোরিফাই স্মার্টফোন দিচ্ছে এছাড়া ফোন কিনলে বিভিন্ন ধরনের উপহারও রয়েছে। ফুটবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের এক্সেস আছে এই উপহার মধ্যে।
হুয়াওয়ে মেলা তাদের স্মার্টফোনে ৭ থেকে ২৩ এবং ট্যাবে ৭ থেকে ৪৩ শতাংশ ছাড় দিচ্ছে। আছে আরো অনেক উপহার। ভিভোর ফোনের সাথে রয়েছে বিভিন্ন উপহার
মেলা ইউমদিজি আয়োজন করেছেন সেলফি প্রতিযোগিতা এতে অংশগ্রহনকারী দৈনিক ফ্রি স্মার্টফোন জিতা পাশাপাশি পাওয়া যাবে নিশ্চিত পুরস্কার। স্মার্টফোন কিনলে উপহার হিসেবে ব্লুটুথ স্পিকার, হেডফোন, পাওয়ার ব্যাংকসহ আরও অনেক কিছু



