হাতল ছাড়াই মাথার উপর উড়বে ছাতা !

জিএস অনলাইন ডেস্কঃ>>>
প্রযুক্তির কল্যাণে এবার এলো ফ্লাইং আমব্রেলা বা উড়ুক্কু ছাতা।এই উড়ুক্কু ছাতাটির কোনো হাতল নেই। মাথার উপর নিজেই উড়বে এই ছাতা।
জাপানের আসাহি পাওয়ার সার্ভিসেস নামে একটি সংস্থা এই ফ্লাইং আমব্রেলা বা উড়ুক্কু ছাতা তৈরি করেছে। এই স্মার্ট ফ্লাইং আমব্রেলাটি আসলে একটি ড্রোনের মতোই। এতে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
যিনি ছাতাটি ব্যবহার করবেন, তার মাথাটিকে ট্র্যাক করবে এই ছাতা। তাই রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে খুব তাড়াতাড়ি আসছে ওয়াটারপ্রুফ ভার্সন।
৫ কিলোগ্রাম ওজনের ছাতাটির ব্যাটারির ক্ষমতা অনুযায়ী, ২০ মিনিট ব্যবহারকারীকে বাঁচাতে পারে রোদ-বৃষ্টির হাত থেকে।
কিন্তু গবেষকরা চেষ্টা করছেন, যাতে ছাতাটির ওজন কমিয়ে এক কিলোগ্রামে নামানো যায় এবং অন্তত এক ঘণ্টা পর্যন্ত এই ছাতা ব্যবহার করা যায়।
ছাতাটিতে যেহেতু ড্রোন রয়েছে, তাই রাস্তাঘাটে সব সময় এটি ব্যবহার করা যাবে না হয়তো। অনুমতি নিতে হবে প্রশাসনেরও।