ডিজিটাল দেশ রূপকার শেখ হাসিনা: জব্বার

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৫ পিএম, ২৫ জুলাই ২০১৮

জিএস অনলাইন:>>>

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, পৃথিবীর বুকে ডিজিটাল দেশ হিসাবে আমরা বাংলাদেশকে চিনিয়েছি। আর এই ডিজিটাল বাংলাদেশ রূপক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং স্থপতি তার যোগ্য পুত্র এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

 

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জিরের পরীক্ষামূলক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন।

 

মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশ ফাইভ-জিতে প্রবেশ করবে ঐ দিন আর আরও দূরে নয়। ইতোমধ্যে ফোর জি সেবা পাচ্ছে দেশবাসী

 

মোস্তফা জব্বার বলেন, সজীব ওয়াজেদ জাইয়ের দূরদূরপ্রসারী চিন্তাধারা থেকে যেমন বাস্তবায়ন করা হয়েছে। তিনি দেশকে তথ্য-প্রযুক্তিতে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ শিগগীরই ফাইভ জি সেবা পেতে হবে। আমরা কয়েক মাস আগে ফোরজি সেবা চালু কিন্তু ইতিমধ্যে কভারেজ বেশ ভাল মনে হচ্ছে। এই জন্য টেলিকম কোম্পানিগুলি ধন্যবাদ জানাই এই অর্জনে আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক উল্লেখ করেছে।

আপনার মতামত লিখুন :