অনলাইনে খুঁজে নিন আপনার ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

প্রযুক্তি ডেক্সঃ>>>>

জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র অনলাইনে খুঁজে নিতে পারবেন। জেনে নিতে পারেন কোন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে। অনলাইনে ভোটকেন্দ্রের তথ্য জানতে (https://services.nidw.gov.bd/voter_center) ঠিকানায় প্রবেশ করতে হবে।

নির্ধারিত স্থানে প্রথমে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিতে হবে। পরে জন্মতারিখ লিখতে হবে। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিতে হবে। সর্বশেষ ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করতে হবে।

নির্বাচন কমিশন-ডিজিটাল সেবা সঠিকভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর স্ক্রিনে ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্র ও এনআইডি নম্বর ভেসে উঠবে।

আপনার মতামত লিখুন :