ম্যাসেঞ্জারের ডার্ক মোড পরীক্ষা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৬ পিএম, ০৪ জানুয়ারি ২০১৯

টুইটার ও ইউটিউবের পর এবার ফেসবুক ম্যাসেঞ্জারেও আসছে ডার্ক মোড ফিচার।

হংকংয়ের টিপস্টার (প্রযুক্তিপ্রেমী) জেন ওয়াং জানিয়েছে, কয়েকটি দেশের ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক।

ব্যবহারকারীরা অ্যাপটির মি সেকশনে ‘ডার্ক মোড’ ফিচারটি দেখতে পারছেন। টুইটে তিনি আরও জানান, সব কটি দেশে এখনও বেটা আকারে ফিচারটি ছাড়া হয়নি। তাই ব্রাইটনেস বাড়িয়ে ফিচারটি পরীক্ষা করার সময় চোখে বেশি আলো পড়তে পারে। কোনো কোনো দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি ছাড়া হয়েছে তা এখনও জানা যায়নি।

গত বছর ফেসবুকের এফ৮ কনফারেন্সে ফিচারটি আনার ঘোষণা দেয়া হয়েছিল। ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড। এ ছাড়া স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি।

এই খরচ বাঁচাতে ডার্ক মোড ব্যবহার করা হয়। এদিকে গত নভেম্বরে ম্যাসেঞ্জারে মেসেজ পাঠানোর ১০ মিনিটের মধ্যে সেটি ডিলিট করার সুবিধা আনার ঘোষণা দেয় ফেসবুক। অনেক সময় ব্যবহারকারীরা অসাবধানতাবশত ভুল মেসেজ, ছবি বা কোন ডকুমেন্ট পাঠিয়ে দেন।

কিন্তু ভুল প্রাপকের কাছে গেলে বিড়ম্বনায় পড়তে হয়। সে জন্যই নতুন ফিচারটি আনা হচ্ছে।

আপনার মতামত লিখুন :