স্যামসাংয়ের হ্যান্ডসেট ক্রয়ে নতুন অফার

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৯ এএম, ২০ জানুয়ারি ২০১৯

সম্মানিত ক্রেতাদের ভালোবাসায় স্যামসাং আজ বাংলাদেশের এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর তাই সবার সঙ্গে এ ভালোবাসা উদযাপন করতে নতুন বছরে হ্যান্ডসেট ক্রয়ে ‘থ্যাঙ্কস ফর ইউর লাভ, টাইম টু সেলিব্রেট’ ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের আওতায় দেশের সব স্যামসাং অফিসিয়াল স্টোরে ক্রেতারা সর্বোচ্চ ৩৩ শতাংশ ডিসকাউন্টে নির্দিষ্ট মডেলের স্যামসাং মোবাইল ক্রয় করতে পারবেন।

অফারের আওতায় গ্যালাক্সি এস নাইন প্লাস ১০৫,৯০০ টাকার পরিবর্তে মাত্র ৭০,৯০০ টাকায়, গ্যালাক্সি এ সেভেনের দাম ২৮,৯৯০ টাকার বদলে মাত্র ২৪,৯৯০ টাকায় এবং গ্যালাক্সি জে এইটের দাম ২৭,৯৯০ টাকা থেকে কমে মাত্র ২১,৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন ক্রেতারা।

এছাড়াও স্যামসাংয়ের ওই ক্যাম্পেইন চলাকালীন মাত্র ২৪,৯৯০ টাকায় গ্যালাক্সি জে সেভেন ডুয়ো, মাত্র ১৬,৯৯০ টাকায় গ্যালাক্সি জে সিক্স প্লাস, মাত্র ১৪,৯৯০ টাকায় গ্যালাক্সি জে সিক্স এবং মাত্র ১৩,৯৯০ টাকায় গ্যালাক্সি জে ফোর প্লাস ক্রয় করতে পারবেন ক্রেতারা। উল্লিখিত মডেলগুলোর পাশাপাশি অন্যান্য আরও বেশ কয়েকটি স্যামসাং মোবাইলেও ডিসকাউন্ট অফার থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

আপনার মতামত লিখুন :