৭৪টি ফ্রি ওয়াইফাই জোন হচ্ছে কক্সবাজারে

স্টাফ রিপোর্টার:>>>
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পর্যটন শহর কক্সবাজারে ৩৪ এলাকায় ৭৪টি ফ্রি ওয়াইফাই জোন করা হচ্ছে। এসব জোনে ব্যবহারকারীরা বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন। এসব ওয়াইফাই জোন স্থাপনে শুক্রবার একটি সমঝোতা চুক্তি করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও তথ্যপ্রযুক্তি বিভাগ। প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
একই দিনে কক্সবাজার জেলা প্রসাশনের আয়োজন বিভিন্ন বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং অন্যান্যদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
সভায় সবাইকে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। এমনকি দায়িত্বের বাইরেও নতুন কাজ করতে আহব্বান জানান তিনি।