নতুন সারফেস প্রো ট্যাবলেট উন্মুক্ত করল মাইক্রোসফট

অনলাইন ডেস্ক:>>>
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট দ্রুতগতির শক্তিশালি সারফেস প্রো ট্যাবলেট উন্মুক্ত করেছে। ১২.৩ ইঞ্চি স্ক্রিন এবং ৭৭০ গ্রাম ওজোনের এই ট্যাবলেট এর দাম ৭৯৯ মার্কিন ডলার।
মাইক্রোসফটের সারফেস প্রধান প্যানস প্যানয় বিবিসি-কে বলেন, এটি সম্পূর্ণরূপে পুনরায় ডিজাইন করা হয়েছে এবং ব্যবহারের জন্য এটি আরও সহজ। নতুন এই ট্যাবলেটের ব্যাটারি লাইফ ১৩.৫ ঘণ্টা। এছাড়াও ডিভাইসটিতে ৪জি এলটিই সংযোগ সমর্থন করবে। সারফেস প্রো চলবে ইনটেলের ৭ম প্রজন্মের কেবি লেক প্রসেসর দিয়ে।তা ছাড়া ৮ মেগাপিক্সেল রিয়ার ফেসিং এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাও রয়েছে এই ডিভাইসে। ৮ জিবি র্যামের এই সারফেস প্রো চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে এবং স্টোরেজের জন্য এখানে আছে ১২৮ জিবি মেমোরি।
সারফেস প্রো এর জন্য জন্য ২৫টি দেশে প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী ১৫ জুন থেকে এটি গ্রাহকের হাতে পৌঁছে যাবে।