কোভিড-১৯ আক্রান্তদের শনাক্তে অ্যাপ তৈরি করছে গুগল ও অ্যাপল

কেউ করোনাভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন কি-না, তা শনাক্তে একটি অ্যাপ তৈরিতে গুগল ও অ্যাপল যৌথভাবে কাজ করছে। এই অ্যাপটির মাধ্যমে সহজেই করোনা আক্রান্তদের শনাক্ত সম্ভব বলে মনে করছেন দুই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।
অ্যাপ ব্যবহারকারী স্মার্টফোনের ব্লু টুথ সিগন্যালের সাহায্যে করোনা ঝুঁকির মধ্যে থাকাদের শনাক্ত করতে পারবেন। পরবর্তীতে নিজে আক্রান্ত হলেও, ব্যবহারকারীর স্মার্টফোনে সতর্কবার্তা পৌঁছে যাবে এবং এই জন্য জিপিএস লোকেশন ও ব্যক্তিগত তথ্য রেকর্ড করা থাকবে। তবে এই অ্যাপের সাফল্য নির্ভর করবে বেশি সংখ্যক করোনা পরীক্ষার ওপর।
জিএসনিউজ/এমএইচএম/এএএন