বাংলাদেশে কারখানার করার আগ্রহ দেখাচ্ছে নোকিয়া-অ্যাপল
প্রযুক্তি ডেস্কঃ>>>>
বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদনে যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক শুল্ক ছাড়ের খবরে উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বখ্যাত মোবাইল ফোন উৎপাদক প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে নোকিয়া ও অ্যাপল বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে এই শিল্পের বিনিয়োগ খাতটির করনীতি কেমন হয় তা পর্যবেক্ষণ করছে।বিষয়টি জানান বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) এর সিনিয়র সহ-সভাপতি রাকিবুল কবির।ইউনিয়ন গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের এই এমডি জানান, আমি ব্যক্তিগতভাবে নোকিয়া ও অ্যাপলের শীর্ষ পর্যায়ে কথা বলেছি। তারা বাংলাদেশের এই নীতির কথা জেনে এখানে আসার আগ্রহ দেখিয়েছে, উৎসাহিত হয়েছে।’
গ্রুপটির মোবাইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের সিএমপিএল ও সিপিএল কোম্পানি দুটি নোকিয়া, আইফোন আমদানি ও ডিস্ট্রিবিউশন করে থাকে। এছাড়া এইচটিসি, ইনটেক্স ব্র্যান্ডের হ্যান্ডসেটও আনে তারা।শনিবার বিকালে বিএমপিআইএ- এর এক সংবাদ সম্মেলনে রাকিবুল কবিরসহ সংগঠনটির নেতারা বলেন, পৃথিবীর নবম বড় মোবাইল ফোন ব্যবহারকারী দেশ হিসেবে এই উৎপাদন সহায়ক নীতি-সিদ্ধান্ত বেশ ইতিবাচক। বিনিয়োগ সহায়ক করনীতি হলে নোকিয়া আইফোনসহ আরও বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বাংলাদেশে উৎপাদনের জন্য আসবে।তারা জানান, নীতি বিনিয়োগ বান্ধব হলে আগামী তিন বছরেই দেশের মোট চাহিদার প্রায় ৯০ শতাংশ হ্যান্ডসেট এখানেই উৎপাদন হবে।২০১৭-১৮ অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট তৈরিতে প্রয়োজনীয় সব রকমের যন্ত্রাংশে এই ছাড়ের প্রস্তাব করা হয়। পূর্বে মোবাইলের অধিকাংশ যন্ত্রাংশে যেখানে ২৫ শতাংশ, কোনোটিতে ১৫ বা ১০ শতাংশ ছিল তা কমিয়ে ১ শতাংশের কথা বলা হয়েছে।তবে মোবাইল কাভার, স্ক্রিন পেপার, আইএমইআই লেবেল পেপার স্ক্রিন এবং লিথিয়াম ব্যাটারিতে ১০ শতাংশ করা হয়েছে। যা আগে ২৫ শতাংশ ছিল।



