আউটসোর্সিং জনপ্রিয় করতে সরকারের নানামুখী উদ্যোগ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৮ পিএম, ১০ জুন ২০১৭

প্রযুক্তি ডেস্কঃ>>>>

দেশে আউটসোর্সিংকে জনপ্রিয় করতে সরকারের নানামুখী উদ্যোগ। সে লক্ষ্যে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে। এবারের বাজেটে ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং, কল সেন্টারসহ পুরো বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতকে দেয়া হয়েছে ভ্যাট অব্যাহতি। এ খাতে আগে ১৫ শতাংশ ভ্যাট ছিল। সরকার সেটা প্রথম দফায় কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশ করেছে।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার  বলেন, আউটসোর্সিং খাতকে জনপ্রিয় করতে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সরকারের বিশেষ প্রণোদনার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এই সুবিধার জন্য দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে।

মোস্তফা জব্বার জানান, বর্তমান সরকারের নানা উদ্যোগের কারণে এ সেক্টরে ৩৫ হাজার মানুষ কাজ করছেন। এ খাত থেকে এখন আয় হয় এক হাজার কোটি টাকার উপরে। ২০২১ সালের মধ্যে এ খাত থেকে এক বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকারের প্রণোদনা দেয়ার ঘোষণাটি ডিজিটাল বাংলদেশ গঠনের সিঁড়ি বলে তিনি মনে করেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, বিপিও খাতটির অানুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৯ সালে। তখন এ সেক্টরে হাতেগোনা কয়েকজন কাজ করতেন। বর্তমানে এটি শিল্পে পরিণত হয়েছে। সরকারি সহযোগিতার কারণে সম্ভাবনাময় এই খাত এখন অনেক সম্প্রসারিত। ৯৪টি কোম্পানি ‘বাক্য’র সদস্য পদে থাকাটিই এর বড় প্রমাণ।

আপনার মতামত লিখুন :