আজ সূর্যের পূর্ণগ্রাসে ঢেকে যাবে আমেরিকা

স্টাফ রির্পোটার:>>>
আজ, সোমবার ২১ অগস্ট আমেরিকার পশ্চিম থেকে পূর্ব উপকূলের সুবিস্তীর্ণ এলাকার পুরোটাই ঢেকে যাবে অন্ধকারে। দিনদুপুরে নেমে আসবে রাতের ঘুটঘুটে অন্ধকার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৌলতে। ৯৯ বছর পর।
আমেরিকার পশ্চিম উপকূলের ওরেগন থেকে পূর্ব উপকূলের সাউথ ক্যারোলিনার শার্লেস্টন পর্যন্ত দেখা যাবে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর কানাডা, মধ্য ও আমেরিকার উত্তরাংশে দেখা যাবে সূর্যের খণ্ডগ্রাস। আমেরিকায় শেষ বার সূর্যের পূর্ণগ্রাস দেখা গিয়েছিল ১৯১৮ সালে।