রিটস ব্রাউজারে যুক্ত হলো ‘নোটিফিকেশন’ সুবিধা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মোহাম্মদ মিজান উদ্দিন:>>>

প্রথম বাংলাদেশি মোবাইল ব্রাউজার রিটস্ ব্রাউজারে সম্প্রতি যুক্ত হয়েছে নোটিফিকেশন নামে নতুন একটি সুবিধা। ফলে এখন থেকে এই ব্রাউজার ব্যবহারকারীরা কোনো সংবাদভিত্তিক ওয়েবসাইটে ব্রাউজ না করেই জানতে পারবেন সদ্যপ্রাপ্ত ঘটনাগুলো।

 

এ ছাড়া অ্যাপটিতে যুক্ত হয়েছে অ্যাক্সিটঅপশন। এতে এই অপশনটি ব্যবহারের মাধ্যমে সহজেই অ্যাপ ব্যবহার শেষে বের হয়ে যেতে পারবেন এর ব্যবহারকারীরা। পাশাপশি এই ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাক অ্যান্ড প্রসেস থেকেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটির সকল কার্যক্রম বন্ধ করে ডিভাইসের মেমোরি ও ব্যাটারির অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করে।

 

ব্রাউজারটির বিষয়ে সাফওয়ান হোসেইন নামে এক কর্মকর্তা জানান, রিটস ব্রাউজারটি বর্তমানে গুগল প্লে-স্টোর থেকে পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.১ এবং এর ওপরের ভার্সনের জন্য প্রযোজ্য এই ব্রাউজারটি ব্যবহারকারীদের অধিকমান ও গুণসম্পন্ন অভিজ্ঞতা প্রদানে সক্ষম।

 

উল্লেখ্য, রিটস্ ব্রাউজারটির মাধ্যমে দ্রুত ব্রাউজিং,কম মেমোরি খরচ লাইভ ক্রিকেট আপডেট, ভাষা ও পছন্দ অনুযায়ী বলিউড ও হলিউডসহ বিনোদন জগতের সর্বশেষ খবর ও ভিডিও দেখা, লাইভ টি.ভি,লাইভ রেডিও শোনাসহ আরো অনেক সুবিধা উপভোগ করা যাবে। ব্রাউজারটি ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

আপনার মতামত লিখুন :