ডিসেম্বরেই ফোর জি সেবা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফোরজি সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে ফোরজির লাইসেন্স দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নভেম্বর মাসের মধ্যে ফোরজি সুবিধা চালুর প্রযুক্তিগত কাজ শেষ হবে। এরপর তরঙ্গ নিলাম হবে। এই নিলামের মাধ্যমে কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে সরকারের।

 

তিনি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে সতর্ক থাকবে নাম্বার ওয়ান নেটওয়ার্ক অপারেটরা এবং মানসম্পন্ন সেবা দিতে সচেষ্ট থাকবে তারা। তাই ফোরজি চালু করতে পর্যাপ্ত তরঙ্গ কেনার ক্ষেত্রে আর অবহেলার কোনো সুযোগ নেই।
তারানা হালিম বলেন, অপারেটররা পর্যাপ্ত পরিমাণ তরঙ্গ না কেনায় থ্রিজি সেবা নিরবচ্ছিন্ন হয়নি। সেবায় কিছুটা ত্রুটি ছিল। কিন্তু ফোরজিতে সেই সুযোগ নেই। কারণ সরকার সেবার মানের বিষয়ে কঠোর মনিটরিং করবে।

 

তিনি আরও বলেন, ফোরজি প্রযুক্তির উন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দুটি প্রকল্প একনেকে দুইবার অনুমোদন করা হয়েছে। ফোরজি চালুর ক্ষেত্রে টেলিটককে বিশেষ সুবিধা দিচ্ছি না। এজন্য তরঙ্গ নিলামের প্রক্রিয়াটি উন্মুক্ত রেখেছি। তবে টেলিটকের সেবার মান বাড়াতে চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :