এইচটিসির স্মার্টফোন ব্যবসার আংশিক কিনল গুগল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

জিএস নিউজ :>>>

তাইওয়ানভিত্তিক ডিভাইস নির্মাতা এইচটিসির স্মার্টফোন ব্যবসার আংশিক কিনল গুগল। এ অধিগ্রহণের জন্য ১১০ কোটি ডলারের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ চুক্তির আওতায় এইচটিসির গবেষণা এবং উন্নয়ন বিভাগের অর্ধেক বা প্রায় দুই হাজার কর্মী গুগলের সিলিকন ভ্যালি কার্যালয়ে যোগদান করবেন। এদিকে অধিগ্রহণ চুক্তির ঘোষণার আগ পর্যন্ত তাইওয়ান স্টক এক্সচেঞ্জে এইচটিসির শেয়ার লেনদেন কার্যক্রম বন্ধ ছিল। গুগল গতকাল এক বিবৃতিতে হার্ডওয়্যার খাতে ব্যবসা জোরদারের লক্ষ্যে এ অধিগ্রহণের তথ্য নিশ্চিত করেছে। খবর বিজেনেস ইনসাইডার ও বিবিসি।

এইচটিসির বিক্রি হয়ে যাওয়ার বিষয় নিয়ে প্রথম আলোচনা শুরু হয় গত মাসের শেষদিকে। চলতি মাসের মাঝামাঝি সময় সম্ভাব্য ক্রেতা হিসেবে সার্চ জায়ান্ট গুগলের নাম উঠে আসে। তবে বিষয়টি নিয়ে তখন এইচটিসি বা গুগল কেউ মন্তব্য করেনি। বৃহস্পতিবার এইচটিসির ডিভাইস হার্ডওয়্যার ব্যবসা বিভাগের আংশিক অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছে গুগল। ২০১৮ সালের শুরুর দিকে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ অধিগ্রহণের সব কার্যক্রম সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

বিবৃতিতে গুগলের হার্ডওয়্যার বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক অস্টেরলোহ বলেন, এ সহযোগিতা চুক্তির আওতায় ডিভাইস নির্মাতা এইচটিসির একটি বিশেষজ্ঞ দল শিগগিরই তাদের হার্ডওয়্যার বিভাগে যোগদান করবেন। গুগল পিক্সেল ফোন ২-এর উৎপাদনকারী এইচটিসি, যা আগামী ৪ অক্টোবর উন্মোচন করা হবে। গুগলের প্রথম পিক্সেল ফোনের উৎপাদনকারীও ছিল এইচটিসি। স্মার্টফোন উৎপাদনের জন্য আমরা কিছুদিন ধরেই প্রতিষ্ঠানটির ডিভাইস বিভাগের সঙ্গে কাজ করছি।

এইচটিসির তথ্যমতে, তাদের গবেষণা এবং উন্নয়ন বিভাগের অর্ধেক বা প্রায় দুই হাজার কর্মী গুগলের সিলিকন ভ্যালি কার্যালয়ে যোগদান করবেন।

বৈশ্বিক সার্চ সেবা এবং মোবাইল অপারেটিং সিস্টেম খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। এইচটিসি অধিগ্রহণ প্রতিষ্ঠানটিকে হার্ডওয়্যার খাতের তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করবে বলে মনে করা হচ্ছে। গুগলের ডিভাইস বাজারে ব্যবসা জোরদারে এটিই কোনো স্মার্টফোন নির্মাতা কোম্পানিকে প্রথম অধিগ্রহণ নয়। ২০১১ সালে ১ হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি অধিগ্রহণ করেছিল প্রতিষ্ঠানটি। কয়েকটি হ্যান্ডসেটও উন্মোচন করা হয়েছিল। ডিভাইসগুলো খুব একটা সাড়া ফেলতে পারেনি। ২০১৪ সালে লেনোভোর কাছে ২৯১ কোটি ডলারে মটোরোলার ডিভাইস বিভাগ বিক্রি করে দেয়া হয়েছিল। পাশাপাশি মটোরোলার অন্যান্য কার্যক্রম এর আগেই বিক্রি করা হয়েছিল। এইচটিসির ডিভাইস বিভাগ অধিগ্রহণের মধ্য দিয়ে হার্ডওয়্যার খাতে কীভাবে সফল হওয়ার আশা করছে গুগল, সে পরিকল্পনা নিশ্চিত নয়।

বিবৃতিতে গুগল জানায়, হার্ডওয়্যার ব্যবসা খাতে তারা সফল হবেন। কারণ মটোরোলা বিক্রি করে দেয়া হলেও প্রতিষ্ঠানটির গুরত্বপূর্ণ কিছু মেধাসম্পদ (পেটেন্ট) এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া হার্ডওয়্যার ব্যবসা জোরদারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের মতো কৌশলগত অবস্থান নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। অর্থাত্ প্রযুক্তি কোম্পানি অ্যাপল তাদের একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড আইফোন এবং আইওএস অপারেটিং সিস্টেমভিত্তিক ডিভাইস দিয়ে বাজিমাত করছে। গুগল এতদিন তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পিক্সেল ফোন উৎপাদন করে এসেছে। এইচটিসি ডিভাইস বিভাগ অধিগ্রহণের ফলে এখন নিজেরাই অ্যান্ড্রয়েড চালিত পিক্সেল ফোন উৎপাদন করতে পারবে।

২০১৬ সালের এপ্রিলে মটোরোলার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা রিক অস্টেরলোহকে হার্ডওয়্যার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল গুগল। এর পর তার নেতৃত্বেই এসেছে গুগল ব্র্যান্ডের প্রথম পিক্সেল ফোন। ডিভাইস বাজারে এ স্মার্টফোন ভালো সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর পিক্সেল ফোন ২ আনতে যাচ্ছে। একই মঞ্চে পিক্সেল ব্র্যান্ডের ক্রোমবুক উন্মোচন করা হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট বাজারেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

গত বছর গুগল ব্র্যান্ডের প্রথম ডিভাইস উন্মোচন মঞ্চে রিক অস্টেরলোহ বলেছিলেন, প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হার্ডওয়্যার। খাতটি ঘিরে তাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এ কারণেই পিক্সেল ফোন আনা হয়েছে। এইচটিসি অধিগ্রহণ তার সেই প্রতিশ্রুতি পূরণের একটি অংশ।

বিশ্লেষকদের তথ্যমতে, অনুসন্ধান ও অপারেটিং সিস্টেম সফটওয়্যারের পাশাপাশি চিপ উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে গুগলের। হার্ডওয়্যার ব্যবসায় আধিপত্য বাড়াতে কোয়ালকমের মতো তৃতীয় পক্ষের কোম্পানি নির্ভরশীলতা কমাতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

আপনার মতামত লিখুন :