আইটি ইন্ডাস্ট্রি’র উদ্দ্যোগে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধিঃ>>>
তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের পদচারণায় বাংলাদেশের প্রথম সারির আইটি কোম্পানি, স্কিলস এ্যান্ড ট্রেনিং প্রদানকারী সেরা ১০ প্রতিষ্ঠান ও ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের উদ্যোগে ২৬ নভেম্বর’১৭ রবিবার সকাল থেকে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) দেবব্রত কুমার নাথ, ডাটা টেলিকমিনিকেশন এন্ড নেটওয়ার্কিং বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন, টেলিকমিনিকেশন বিভাগের প্রধান মাহবুবুল আলম, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান আফরোজা জয়নব।
কর্মশালায় গ্রেট এন্ড স্মার্ট টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী, পরিচালক রাবেয়া আক্তার, ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর (ডিএনটি) হেলাল উদ্দিন, জব প্লেসমেন্ট অফিসার মোহাম্মদ ইউনুস সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে উক্ত ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন কর্মশালায় বলেন, ‘তথ্য-প্রযুক্তিতে তরুণ-তরুণীদের দক্ষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। এই তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তারুণ্যই এখন দেশের বড় শক্তি। তাই সকল ছাত্র-ছাত্রী আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে স্কিল ডেভলপ করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী ১০ প্রতিষ্ঠান হল: গ্রেট এন্ড স্মার্ট টেকনোলজী লিঃ, ট্রায়াঙ্গল সল্যুশন, সিএসএল ট্রেনিং, ডিনারি কম্পিউটিং, সিএসএল আইটি, লিড’স আইটি, নিউ হরিজন, এটোভা টেক, সফটব্যান্ড, ডবলিউ থ্রি প্রোগ্রামিং, নেবুলাস আইটি, ক্রিয়টিভ আইটি।
সেমিনারে উক্ত ইন্সটিটিউটের কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন বিভাগের ৭ম সেমিস্টারের সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।