ফেনীতে ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি:>>>

ফেনীর ফুলগাজীতে ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার উত্তর দেড় পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

 

আলোচনা সভায় আইএসপিএবি’র সেক্রেটারি জেনারেল মো. এমদাদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত সচিব মো. আইয়ুব, প্রযুক্তিবিদ মোস্তফা জাব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, ডা. মোসতাক হাসান সাত্তার, গ্রেট এন্ড স্মার্ট টেকনোলজি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী প্রমূখ।

 

ইকবাল বাহার’র সঞ্চালনায় আলোচনা সভায় উপজলোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একই বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন :