ফেসবুক বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারেনাঃ মোস্তাফা জব্বার
The Prime Minister gave me the responsibility of sinking boats: - Mouchafa Jabbar
নিজস্ব প্রতিবেদকঃ>>>
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমি ফেসবুক বন্ধের পক্ষে নই। আমাকে এখনও কেউ অনুরোধ করেননি। করলে আমার অবস্থান জানাবো। এর আগেও ফেসবুক বন্ধ করা হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তা চালুর উদ্যোগ নেন। ফলে আবারও তা বন্ধের কোনও কারণ দেখি না।’
তবে প্রধানমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করে তিনি বলেন, ‘প্রযুক্তি দিয়েই (সচল রেখে) প্রযুক্তির মোকাবিলা করতে হবে। প্রযুক্তি বন্ধ করে দেওয়া কোনও সমাধান নয়।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমের কাছে এসব কথা বলেন।
সুত্রঃ ইত্তেফাক

The Prime Minister gave me the responsibility of sinking boats: – Mouchafa Jabbar



