ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে চাকরী মেলা আয়োজন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৫ এএম, ১১ মে ২০১৮

সব ধরনের চাকরী প্রার্থীদের সাথে (টেকনিক্যাল কাজ জানা লোক থেকে শুরু করে ডিপ্লোমা, স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রীধারী, অভিজ্ঞ/অনভিজ্ঞ ) প্রাতিষ্ঠানিক নিয়োগদাতাদের সংযোগ তৈরি করার জন্য ফেনী কম্পিউটার ইনস্টিটিউট চাকরীমেলা আয়োজন করেছে। এই মেলার মাধ্যমে একদিকে যেমন সবধরনের চাকরীপ্রার্থীরা প্রাতিষ্ঠানিক নিয়োগদাতাদের চাহিদা সম্পর্কে জানতে পারবে, তেমনি নিয়োগদাতারা ও তাদের প্রয়োজনীয় লোকবল এক জায়গা থেকেই নিয়োগ করতে পারবে।

 

 

মেলার সূচি:
>১৫ মে, মেলার দিনে অংশগ্রহণকারী কোম্পানীর বুথে সিভি জমা দিতে হবে (সকাল ০৯ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত)।

>রেজিট্রেশনের শেষ সময় ১৪ মে।

>শুধুমাত্র বাছাইকৃত আবেদনকারীদের বিকাল ০৪ টা চাকরির ইন্টারভিউ নেওয়া হবে।

 

সহযোগিতায় থাকবে:
>ফেনীর প্রথম জব পোর্টাল ফেনী জব্স

>ফেনীর অন্যতম স্বনামধন্য সফটওয়্যার কোম্পানী গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ

 

মিডিয়া পার্টনার থাকবে:

>জিএস নিউজ ২৪

>নতুন ফেনী।

 

আপনি কেন চাকরীমেলায় অংশগ্রহণ করবেন?
>দেশের শীর্ষস্থানীয় ও লোকাল প্রতিষ্ঠান সমূহে চাকরী পাওয়ার দারুণ সুযোগ।

>বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরীর ধরন এবং তাদের চাহিদা সম্পর্কে জানার সুযোগ।

>মেলায় অংশগ্রহন করলে ৫০০ টাকার গিফট ভাউচার দিবে জিএস আইটি শপ ।

>এক ছাদের নীচে নামী-দামী প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ।

 

আপনার মতামত লিখুন :