ধর্মচর্চায় অনন্য উদ্যোগ: নবাবপুরে ২৯৪ শিশুকে দেওয়া হলো বাইসাইকেল

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে একটানা ৪০ দিন মসজিদের প্রথম জামাতে নামাজ আদায় করায় ২৯৪ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে বাইসাইকেলসহ নানা উপহারসামগ্রী।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় ভবানী চরণ (বি সি লাহা) স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি শিশু-কিশোরদের হাতে বাইসাইকেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ফেনী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা এবং হোসাফ গ্রুপ অব কোম্পানির পরিচালক মাবরুর হোসাইন।

কলরব শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক পরিচালক ইয়াসিন হায়দারের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান জহিরুল আলম বলেন, “মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে এবং তাদের মসজিদমুখী করে গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমেই সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আগামী প্রজন্ম যেন উন্নত চরিত্র ও মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে এবং একটি নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখে। এজন্য সবাইকে ধর্মভিত্তিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই।”

আপনার মতামত লিখুন :