সোনাগাজীতে স্টুডেন্টস চ্যারিটি ফাউন্ডেশন এর ঈদ বস্ত্র বিতরন

ফেনীর সোনাগাজী উপজেলার চরাঞ্চলের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিল ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজের শিক্ষার্থীরা ।
শনিবার সকাল ১০ টায় প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষকে পাঞ্জাবী, শাড়ী, লুংগি ও জামা দিয়ে সহযোগীতা করেছে স্টুডেন্টস চ্যারিটি ফাউন্ডেশন। এই সময় শিশু-বৃদ্ধ সকলের সাথে আনন্দ আড্ডায় মেতে উঠে তারা।
এছাড়াও ফেনীসহ এর আশেপাশের জেলাগুলো থেকে আসা সংগঠনের সদস্যদের মাধ্যমে বাছাই করা দরিদ্র মানুষদের জন্যেও তাদের এলাকায় ঈদ-বস্ত্র পাঠিয়ে দেয়া হয়।
ঈদ বস্ত্র পাওয়া প্রত্যেকেই শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগের সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা কামনা করেন।
শিক্ষার্থীদের জমানো টাকা দান, পরিবার থেকে যাকাত/ফিতরার টাকা সংগ্রহ এবং নিজস্ব চেষ্টায় প্রবাসী ও সমাজসেবক দের দানের মাধ্যমে সংগঠনের সকল উদ্যোগ বাস্তবায়িত হয়।
চ্যারিটি ফাউন্ডেশনের পরিচালক মিনহাজ উদ্দিন মাহমুদ জানান স্টুডেন্টস চ্যারিটি ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী সামাজিক সংগঠন। এখানে সংযুক্ত আছে স্কুল/কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। আমাদের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক জেলার তরুনদের মানবতার কাজে উদ্ভুদ্ধ করতে পারাটাই আমাদের উদ্দেশ্য। তরুনরা ভাল কাজে নামলে তবেই তো হবে সুন্দর বাংলাদেশ।
জিএসনিউজ/এমএইচএম/এসএল