দুর্নীতির দায়ে দ.কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর জেল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৩ এএম, ০৭ এপ্রিল ২০১৮

দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ২৪ বছর কারাদন্ড দেয়া হয়েছে। বলপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার দেশটির একটি আদালত তাকে এই সাজা দেন। পার্কের বাবাও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, পার্ক জিউন হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত বিষয়ে ১৮টি অভিযোগ তোলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, রায় ঘোষণার সময় পার্ক আদালতে উপস্থিত ছিলেন না। এক বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন।

তবে বেশির ভাগ মামলার শুনানির সময় আদালতে সশরীরের উপস্থিত হতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া সাবেক প্রেসিডেন্টদের মধ্যে পার্ক জিউন হাই তৃতীয়। ২০১৬ সালে দেশটির পার্লামেন্ট সদস্যরা পার্কের অভিশংসনের পক্ষে ভোট দেন। কিন্তু তিনি পদত্যাগে অস্বীকার করেন। এর তিন মাস পর আট সদস্যের সাংবিধানিক আদালত তাকে সর্বসম্মতিক্রমে তাকে বরখাস্ত করার নির্দেশ দেয়। বরখাস্ত হওয়ার কয়েক মাস পরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। এর প্রেক্ষিতে আটক করা হয় তাকে। তার পিতাও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

 

 

আপনার মতামত লিখুন :