ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর । কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

স্টাফ রির্পোটারঃ>>>>>>
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় মানহানির মামলায় গ্রেফতার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে দুপুর ১টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে আদালতে তোলা হয়। পরে মামলার শুনানি শেষে আগামীকাল আদেশের দিন ধার্য করে আদালত।
পরে আদালত প্রাঙ্গণে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘যেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে গিয়ে তাকে জামিন আবেদন করতে হবে। এখানে তার জামিন দেয়ার এখতিয়ার নেই। ফলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’
গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন মহিলা’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। পরে তার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।এ ঘটনায় গতকাল সোমবার রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। তিনি রংপুর নগরীর মুলাটোল মহল্লার বাসিন্দা।মামলাটি তার পক্ষে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আইনুল হোসেন। আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মামলাটি গ্রহণ করেন।