লিগ্যাল নোটিশ

এতদ্ধারা সর্ব সাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, আমার মোয়াক্কেল নিম্নে তফসিল বর্ণিত সম্পত্তি খরিদ করার জন্য বায়নাপত্র দলিল সম্পাদন করিয়াছেন। নিম্নে তফসিলে বর্ণিত সম্পত্তিতে কাহারো কোন দাবী দাওয়া থাকিলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে উপযুক্ত প্রমানপত্রসহ নিম্নে ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। অন্যথায় নিম্নে তফসিল বর্ণিত সম্পত্তি নিষ্কন্টক মর্মে উক্ত সম্পত্তিতে সকল প্রকার দাবী দাওয়া অগ্রাহ্য বলিয়া গন্য হইবে।
বায়নাকৃত ভূমির তপসিল
জেলাঃ ফেনী, থানাঃ ফেনী সদর, সাবেক ১১৯ নং চেওরিয়া মৌজার সি,এস ২০৮ নং খতিয়ান; এস,এ খতিয়ান ১৬৮ হেল্ডিং নং-২৮৩; বর্তমান বি,এস জরিপে খতিয়ান ৬২। সাবেক সি,এস ও এস,এ খতিয়ানে ৩০ এবং ৩১ দাগ, হাল বি.এস ২৬ দাগে নাল ভূমি ৭৩ শতাংশ আন্দরে ১২ শতাংশ ভূমি বিক্রির জন্য বায়নাকৃত বটে।
জাহাঙ্গির আলম নান্টু, অ্যাডভোকেট
জজ কোর্ট, ফেনী, মোবাইলঃ ০১৭১১-৪৪৭৩৫৯।