ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নতুন সংযোজিত ওয়ার্ডের সীমানা নির্ধারণ না করেই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনি তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে ও স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। পরে তিনি বলেন, রিট আবেদনটি আজ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টে উত্থাপন করা হবে। আগামী রবিবার এ রিটের ওপর শুনানি হতে পারে।



