চকবাজারের ঘটনায় মামলা, আসামি কে?

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক:>>>
চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

মামলার বাদী হয়েছেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় বুধবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয় ৬৭ প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিদগ্ধদের মধ্যে যে ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মতামত লিখুন :