ফেনীতে ছেলের হাতে বাবা খুন!!!
জিএস নিউজ ডেস্ক: ফেনীতে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের ছুরিকাঘাতে আবদুল কাদের (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শহরের সহদেবপুর এলাকার সামছু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে মোহাম্মদ ইউসুফকে (২৫) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
মোটবী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, নিহত আবদুল কাদেরের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার লক্ষীপুর গ্রামে।
লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. রাশেদ খান চৌধুরী।



