রাজশাহীতে পুলিশের সহকারী কমিশনারের রহস্যজনক মৃত্যু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

জিএস নিউজ ডেস্ক: রাজশাহী মহনগরীর রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার ছাব্বির আহমেদ সরফরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর পুলিশ অফিসার্স মেসের নিজ কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার অধ্যাপক এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল। তিনি নাইলন রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :