নুসরাত হত্যাকান্ডঃ রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত দণ্ড কার্যকরের দাবি

বহুলআলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা এ কে এম মুসা।
বৃহস্পতিবার সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। এরপরই আদালত চত্বরে সাংবাদিকদের কাছে রায়ের প্রতিক্রিয়া জানান তিনি।
নুসরাতের বাবা বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয়। রায় কার্যকর হলে নুসরাতের আত্মা শান্তি পাবে।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই