সোনাগাজীতে চাঞ্চ্যলকর নুরুল আমিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সোনাগাজী প্রতিনিধি:>>>
সোনাগাজীতে নুরুল আমিন হত্যা মামলার এজহার ভূক্ত প্রধান আসামী নজরুল ইসলাম (২৭)কে সোনাগাজীর কুঠির হাট এলাকার দূর্ঘাপুর গ্রাম থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন মুঠোফোনে গ্রেফতার করার বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার চলমান থাকবে।
সম্প্রতি সোনাগাজী মডেল থানা পুলিশ জানতে পারে মামলার প্রধান আসামী নজরুল ইসলাম সোনাগাজীর কুঠির হাট েএলাকায় অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে এস আই তাজুল ইসলাাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে সোনাগাজীর কুঠির হাট এলাকার দূর্ঘাপুর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ২০০৮ সালে সোনাগাজীর কুঠির হাট এলাকার নজরুল ও তার সহযোগী ৫-৬ জনের একদল সন্ত্রাসী স্থানীয় যুবলীগ কর্মী নুরুল আমিন বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যার পর রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নুরুল আমিনের পরিবার থানায় নজরুল ইসলামকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।



