সুন্দর ক্যারিয়ার গঠনে যা জরুরি

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩২ পিএম, ০৫ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

প্রতিটি মানুষের ভবিষ্যৎ নিয়ে থাকে কিছু স্বপ্ন । ক্যারিয়ার গড়া নিয়ে থাকে অনেক পরিকল্পনা। নিজের স্বপ্ন বাস্তবায়ন করার, জীবনে সফল হওয়ার মন্ত্র মানুষের নিজের হাতেই থাকে। একজন ব্যক্তির ক্যারিয়ার গড়ার কারিগরও সে নিজেই। ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন না, কোনো স্বপ্ন নেই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল । উজ্জ্বল ক্যারিয়ার ও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে নানা বিষয়ে পড়াশোনা/চিন্তা-ভাবনা করে মানুষ। অনেকেই উচ্চশিক্ষিত হওয়ার পরও নিজের স্বপ্ন গুলকে ধরতে পারে না সামান্য কিছু সমস্যার কারণে। ভেতরে পুষে রাখা লালিত স্বপ্ন, চাকরির আকাক্সক্ষা যে সমস্যাগুলো পুরোদমে বিকল করে দেয়। অনাকাক্সিক্ষত এসব সমস্যা জয় করেই একজন মানুষকে স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে হয়। ভালো ক্যারিয়ার গড়তে হলে অনেক বিষয়ই মাথায় রাখতে হয়।আর তাই ক্যারিয়ার গড়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের এই আয়োজন।

 

পরিস্থিতি যাই হোক শেখার ইচ্ছে থাকতে হবে
পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সবাই জীবনে সফল হওয়ার জন্য নিত্য নতুন পদ্ধতি বের করছেন। যদি আপনি মনে করেন আপনার দক্ষতা আছে অনেক বেশি এবং আপনার বর্তমান চাকরির অবস্থা ও অনেক ভালো, তারপরও আপনাকে বর্তমান অবস্থানে থেকে সবকিছু ভালোভাবে শিখে নিতে হবে। কারণ আপনি যদি ভবিষ্যতে এর চেয়েও ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে আপনার পূর্বদক্ষতা এবং জ্ঞান অনেক বেশী কাজে লাগবে।

 

ভালো শ্রোতা হতে হবে, প্রশ্ন করতে হবে এবং জানার প্রবনতা থাকতে হবে
কথায় আছে একজন ভালো শ্রোতা অনেক কিছু খুব সহজে শিখতে পারে। তাই আপনার সহকর্মী, বস এবং গুরুজন যেটাই বলে, তা মনোযোগ দিয়ে শুনুন। আপনি ইচ্ছা করলেই তাদের অভিজ্ঞতা এবং উপদেশ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনার কাজ সম্পর্কিত যেসব বিষয়ে সমস্যা অনুধাবন করবেন, সে সম্পর্কে তাদের জিজ্ঞেস করে তার সমাধান জেনে নিন। তাদের কাছ থেকে জেনে নিন, কীভাবে আপনার ওপর অর্পিত কাজটি আর্ব সুন্দর করা যায়।

 

বর্তমানে যে কাজ করছেন সেটিকে মূল্যায়ন করুন
আপনার বর্তমান কাজই হতে পারে আপনার ক্যারিয়ার শুরুর সবচেয়ে অন্যতম মাধ্যম। এটা সত্য, খুব কম মানুষই এটা সহজে মেনে নেয়। কোনোকিছুই শ্রম ছাডা আসে না যারা এটা মানে, তারাই সফলতার মুখ দেশে। আপনি যদি আপনার বর্তমান কাজের সব দায়দায়িত্ব আস্থার সঙ্গে পালন করেন, তাহলে এটাই হতে পারে আপনার নতুন ক্যারিয়ার বা ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ বা প্রধান সিঁড়ি।যখন যে কাজ আপনার ওপর অর্পিত হবে, তা নির্দ্বিধায় নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করুন। একমাত্র কাজের মাধ্যমেই পারেন আপনি আপনার বসের তথা প্রতিষ্ঠানের আস্থা অর্জন করতে। তাই দেখা যেতে পারে, ভবিষ্যতে আপনার প্রতিষ্ঠানের কোনো গুরুত্বপূর্ণ পদ সৃষ্টি হলে ওই পদের জন্য যোগ্যতার ভিত্তিত্তে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

নিজের কাজের প্রতি শ্রদ্ধশীল হতে হবে
আপনার বর্তমান কাজ সাদরে গ্রহণ করুন। আগে নিশ্চিত হোন, আপনি আপনার কাজ গ্রহণ করেছেন নাকি বাধ্য হয়ে মেনে নিয়েছেন। যদি বাধ্য হয়ে মেনে নেন, তবে আপনার সময় এবং মেধা দুটোরই অপচয় হবে। তাই যি কাজ করবেন সেই কাজের প্রতি শ্রদ্ধশীল হতে হবে।যখন আপনি একটি নতুন চাকরি শুরু করবেন, তখন আপনার কাজ, কাজের মূল্যায়ন এবং এ কাজের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আপনার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কারও সঙ্গে আলাপ করে নিন। এক্ষেত্রে আপনার ভেতরের চিন্তাচেতনার পরিবর্তন হতেও পারে।

 

নিজে যে কাজটি করবেন সেটি সম্পর্কে নিশ্চিত হোন
আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার চিন্তার আগে ভালোভাবে নিশ্চিত হয়ে নিন যে, এটাই আপনার স্বপ্নের কাজ। আপনার স্বপ্নের কাজে সবকিছু আনন্দের সঙ্গে করতে ইচ্ছে করবে। অনেক কাজ করেও কোনো ক্লান্তি আসবে না তখন আপনার মধ্যে। আর এটি না হলে আপনি আনন্দ খুঁজে পাবেন না।

 

প্রত্যেকটা মানুষেরই উচিত সময়ের সঠিক ব্যবহার করা। সময়ের কাজ সময়ে করতে পারলে যে-কোনো ব্যক্তিই তার ক্যারিয়ারকে সফল স্থানে নিয়ে যেতে পারবে। অযথা সময় অপচয়কারী প্রয়োজনীয় সময় এসে হাঁপিয়ে ওঠে। ফলে সে তার কাজে ভুল করে। পরে করব বলে ফেলে রাখলে কোনো কাজেরই সফল সমাধান দেওয়া সম্ভব নয়। তাই সময়-সচেতন হয়ে উঠুন।

আপনার মতামত লিখুন :